বিশেষ সংবাদদাতা,মোঃ খোরশেদ আলম: চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব নুরেআলম মিনা, বিপিএম(বার), পিপিএম মহোদয় কুমিল্লা জেলার নবযোগদানকৃত পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম’কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
১১ জুলাই ২০২৪খ্রি. চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় নবযোগদানকৃত পুলিশ সুপার, কুমিল্লা জনাব মোঃ সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম’কে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব নুরেআলম মিনা, বিপিএম(বার), পিপিএম মহোদয়।
এসময় ডিআইজি মহোদয় নবযোগদানকৃত পুলিশ সুপারকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব প্রবীর কুমার রায় পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) জনাব মোঃ মাহফুজুর রহমান, আরআরএফ, চট্টগ্রামের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) জনাব শাহজাদা মো: আসাদুজ্জামানসহ, পুলিশ সুপার (অ্যাডমিন এন্ড ফিন্যান্স-অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব সঞ্জয় সরকার, পুলিশ সুপার (অপারেশনস্-অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব নেছার উদ্দীন আহমেদ পিপিএম-সেবা, পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) জনাব সফিজুল ইসলাম এবং রেঞ্জাধীন ১১ জেলা ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপারগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।