মোহাম্মদ খোরশেদ আলম বিশেষ প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মঙ্গলবার (৭ মে) নিউ ইয়র্কের বিখ্যাত প্রসাধনী সামগ্রী হারল্যান এর পন্যা বাংলাদেশে বিক্রয়ের উদ্দেশ্যে শুভ উদ্বোধন করা হয় চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারের মালেক টাওয়ারের নিতলায় অবস্থিত হারল্যান নিউইয়র্ক এর সুবিশাল শোরুম হয়। উদ্বোধন করেন, বিশ্ব বিখ্যাত ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান এম,পি এবং বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের সুপরিচিত ও প্রতিষ্ঠিত নায়ক ইমন।
বাংলাদেশে হারল্যান নিউইয়র্কের সিইও এমদাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব আল হাসান এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে আমাদের প্রিয় বাংলাদেশ। ক্রিকেট অংগনে আজ বাংলাদেশের পরিচিতি বিশ্ব সমাদৃত। আপনারা আমার জন্য দোয়া করবেন, আগামী দিনের ক্রিকেটে আমরা যেন বিশ্বকাপ জিততে পারি। আর আপনাদের সকলের জন্য রাসেল ভাইকে দিয়ে যাচ্ছি হারল্যানের সব পন্যের হারল্যান শো-রুম। এই পন্য আসল পন্য। স্বাস্থ্য সচেতনরা প্রায় সকলেই হারল্যনের কসমেটিকস ব্যবহার করেন, আপনারাও এ
Related Stories
জুলাই ১৪, ২০২৪